জীবন নাটকের নাট্যশালায়
তুমি আমি একই পথিক,
অভিনয়ের যোগ বিয়োগ
কখনই যায়না মাপা,

তুমি দুখি আমিও দুখি,
ভাব যে ধরি সুখি সুখি,
জীবন নাটকের অভিনয়ে
আমি তুমি ক্লান্ত।
শামুকের মত লুকিয়ে থেকে
দেখাই সুখের সাগর।

কষ্টের এক কুপি
টিমটিম করে জ্বলছে বুকে।
নষ্টালজিয়ার দংশনে
কাতরাচ্ছি নিঃসঙ্গ মানুষ।
জীবন নাটকে বিমিময় করা বিভিন্ন সময়,
পার করছ হাজারো মানুষ দেখিয়ে মিথ্যা অভিনয়ে।

বাকহীন হয়ে আর কত কাল থাকব বলত
পৃথিবীর গায়ে থাক জোছনার আভা,
নিরবে নিভৃতে হারিয়ে যায় বহু মানুষের প্রেমের প্রাসাদ।
জীবন নাটকে হোক প্রেমের আবাদ,
আর আর নন্দিত সাজ।