মায়ায় বাঁধা, আমাদেরই বাংলা ভাষা
রক্ত দিয়ে ছিনিয়ে আনা, এক সমুদ্র আশা।
পূর্ব বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হয়েছিল সেদিন
রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই বাংলা চাই।
রফিক, সালাম বরকত, জব্বার মৃত্যুতে বিলীন
সেই স্লোগান, আজো রুপালী অক্ষরে,
বসন্তের আশ্বাসে, আলো হয়ে ঝরে।
আমার ভাইয়ের স্মৃতির তরে, মিনার সারি সারি,
রক্তরাঙা ফুল ফোটানো, একুশে ফেব্রুয়ারী।
আমি কি ভুলিতে পারি।
বর্তমান প্রেক্ষাপট ও বাংলাভাষা।
বাংলা ভাষায় বাংলা নেই যেন
বানিয়ে ফেলেছি বাংলিশ।
কারণে অকারণে বাংলার সাথে
জুড়ে দিতে চাই ইংলিশ।
আবার পেয়েছি শব্দ কতক ফেসবুকের কল্যানে
ওয়াও ওহ মাই গড
বলছি যেখানে সেখানে।
এই কি আমার মায়ের ভাষা?
এই কি চেয়েছিল সালাম রফিক?
বাহঃ কি সাধের মাতৃভাষা।
ঘুমাক জাতি ঘুমাক সফিক।
বাংলা আমার প্রানের ভাষা
জন্মেছি এই বঙে।