একুশ আমার বাংলা ভাষা
জীবন নামের নাট্য গাথা
একুশ আমার ভায়ের রক্ত
বাংলাদেশের ভাষার গল্প।

মধুর আমার প্রানের ভাষা
জীবন চলার স্বপ্ন দেখা
বাংলা আমার কথার ঝুড়ি
শিশির ভেজা পাথর নুড়ি।

হাজার যুগের সূর্য তাপে
কৃঞ্চচুড়ার রঙিন সিড়ি
বাংলা আমার মায়ের ভাষা
জীবন চলার স্বপ্ন আঁকা।

   ---সমাপ্ত---