বনলতা হতে চাইনি কখনো
চেয়েছি তোমার মনের কুঠুরিতে
একটু জায়গা করে নিতে।
চাইনি কখনো আকাশের চাঁদ হতে
চেয়েছি তোমার জীবন নৌকার মাঝি হতে।
চাইনি ঐশ্বরিয়া হতে
চেয়েছি ভালোবাসার মঞ্জুরি হতে।
সাতকাহনের দিপাবলি হতে কখনো চাইনি।
চেয়েছি সমুদ্রের পাশে বসে থেকে
তোমার হৃদয়ের রানি হতে।
চাইনি জগতের রাজকুমারি হতে।
চেয়েছি তোমার চোখের তারা হতে।
একটু চাওয়া কি দিশেহারা শ্রাবনের অশান্ত পবন?
নাকি ঘুমের সপ্নপরি?