যখন শুনতে পেলাম অকস্মাত
ওহান থেকে করোনার জোয়ার।
অন্ধ আতঙ্কের ভয়ঙ্কর আর্তনাদ
ভাঙছে মানুষের মনের দুয়ার।

করোনার ভয়ে আজ দেখ কাঁপছে বিশ্বের ঈশান।
এ কোন মৃত্যু! কেউ কি দেখেছ মৃত্যু এমন?
যেখানে নাই গোসল জানাজা,
আত্মীয় স্বজনের সান্নিধ্য,
আছে শুধু হাহাকার।

করোনার লেলিহান শিখায়
বন্দি করি নিজেকে ভয়ের চাদর মাখা ঘরে।
কি আশ্চর্য দীপাবলি জেলেছ বিশ্ব জুড়ে!
অন্ধকার নিঃসঙ্গতা জুড়ে দিলে মানুষের মনে।

জাস্টিন ট্রুডো স্যালুট জানাই
জনগনের প্রতি তোমার ভালবাসায়
যতক্ষণ বেঁচে আছি আল্লাহর গুন গাই।
রক্ষা কর আল্লাহ্ তুমি,
বিশ্বের মানুষ তোমার কাছে আশ্রয় যে চায়।