ছায়া
শামীমা শাম্মী
তোমাকে ভালোবেসেছি আমার ছায়া ভেবে,
যেমন নদী মোহনায় মেশে।
তোমার ইচ্ছা গুলো আগলে রাখি ছায়ার মত,
কখনো ছায়াকে ফেলে রেখে চলে যাওয়া সহজ নয়।
বিবেকের অভ্যন্তরে কান্নার আকুতি
বেড়ে চলে দিনের পর রাতের আঁধার রাতি।
প্রজাপতি যেমন করে উড়ে বেড়ায়,
তোমার ভালোবাসা তেমন করে মায়া জড়ায়।
ভাবনা জুড়ে শুধুই তোমার ছবি
আবেশ ছড়ায় আমার জীবনের গতি
জোসনার আকাশ জুড়ে খুঁজে বেড়াই তোমার ছায়া
গোধূলি লগ্নে তোমাকে রেখেছি হৃদয়ের মায়ায়।