যখন দেখি রিমঝিম বৃষ্টি
কুয়াশার কাতর চোখে
ভালবাসার শিরা উপশিরা
কি বিষণ্ণ অনলে পোড়ে।
গোধূলির ক্লান্ত রোদে ভালবাসা মনে জাগে ।
উগ্রতায় উষ্নতায়
ভালবাসা ছায়াময় করে আনে
বিষন্ন আমার স্বপ্ন
কষ্ট শূন্যতার আলোক প্রদীপ।
মনের উনুনে ভালবাসা আমার
বৃষ্টি ভরা আষাঢ় সকাল
বেদনার রং দিয়ে গড়ি ভালবাসার স্নিগ্ধতা
হৃদয়ের রক্ত দিয়ে আঁকি
আমার বিষণ্ণ ভালবাসা।।