বেলী ফুলের মালা খোপায় জড়িয়েছিলে
প্রগাঢ় ভালবাসায়
কি অভিমান সজল বর্ষা হয়ে নামে
চোখের পাতায়।
দোলনচাঁপা জোৎস্নায় কাঁটা ঝোপের তলায়
বিবর্ণ অতীত ঘুরে ফিরে নিবিড় ভালবাসার কবোঞ্চতায়
সেখানে আমার স্বপ্ন জড়ানো স্মৃতির পাখিরা ওড়ে
আমাকে তো বারবার ফিরে যেতে হয়
সেই বিষন্ন অতীতে।
দাড়িয়ে রয়েছি এই ত্রিকাল সমান দীর্ঘ বিফলতা নিয়ে
রাতের পূণ্য লগনে চেয়েছিলাম তোমাকে
নীল নবঘন গগনে চেয়েছিলাম তোমাকে
বিবর্ণ অতীত ঘুরে ফিরে নিবিড় ভালবাসার কবোঞ্চতায়।।