একবার মুগ্ধ হতে চাই
ফুলের মালা জরিয়ে রাখো চুলে,
দগ্ধ চোখে দাও অসমাপ্ত চুম্বন,
উম্মাদ স্নান প্রকাশ্য ঝর্ণায়।
ভালবাসার মধুচন্দ্রিমা হয়তো গ্রাসিবে বাহুতে।
যুগল আঁখির কাজল দীঘির নীরে।
হৃদয় বীনায় বাজিছে সুর কথার কুসুম মনে,
কবিতার সুর ভেসে ওঠে হৃদয় সাগর স্রোতে।
কোন অসীমের ডাক শুনে আজ চঞ্চল মণ প্রান,
সে আহবানে খুলব আজ হৃদয় দ্বার।
দুজনের আকুলতা নিরবতা ছুয়ে যায় দুটি প্রান।