বেঁচে আছি স্বপ্ন রাজ্যে
বুকে নিয়ে এক আকাশ আঁধার
আলাের রাজ্য রচিতে পারিনি আর
বুকের অলিতে গলিতে খুঁজি শুধু অনাদি আঁধার।
তোমার স্বপ্ন অবগাহন করি
আমি বেদনার নিলয় প্রয়াসী
চোখ বুজে ডুব দেই তোমার ভূবনে
বেমানান ভেসে চলে পুরনো বোধ
বুকে নিয়ে এক আকাশ আঁধার
বেঁচে থাকি স্বপ্ন রাজ্যে।