মধ্য রাত্রির আই সি ইউ'র বিছানায়
বাবা কাতরায় মৃত্যুর যন্ত্রনায়
অস্তিত্বের সকল একাগ্রতা নিয়ে
তাকালাম অন্তহীন আকাশের দিকে।
হে সৃস্টিকর্তা বাবাকে রক্ষা কর
ধ্যান মগ্ন আত্মার সকল পবিত্রতা নিয়ে
যেন চিরকালের চিৎকার আমার মন জুড়ে।
ভয় হয় কখন উঠবে বেজে
বাবার মৃত্যু ঘন্টা আকষ্মিক
কেউ আমরা জানিনা তা।
তার পর শুধু অপেক্ষা আর প্রার্থনা
অঃতপর.......
যন্ত্রনার নীল অগ্নিশিখায় বাবা চলে যায়
প্রস্ফুটিত মৃত্যুর শীতল ছায়ায়।
আমার আর্তনাদ ভেসে বেড়ায়
আই সি ইউ'র চারিপাশে
হৃদয়ের রক্ত ক্ষরণ বয়ে বেড়াই
জীবনের চলার পথে।
---সমাপ্ত---