স্বপ্ন ছিল জোনাকির ভীড়ে, সোনালী ফুলের স্নিগ্ধ ঝাঁকে
দেহ তার হারিয়ে গেল, বিমর্ষ আগুনের লাল বাঁকে।

হায়নার বিরুদ্ধে করেছিল প্রতিবাদ
মায়ের ভালবাসা, বাবার কলিজা, ভায়ের আদর
আগুনে পোড়া ঝলসানো মাংসের এক চাঁদর
রক্ত মাংস শিরা উপশিরায় গর্জে উঠুক সমগ্র জাতি
ধর্ষন আর আগুনের লেলিহান শিখায় নিশ্চুপ রাতি ।

স্বপ্ন ছিল দু'চোখে তার, মেলবে ডানা নীল নীলিমায়
গড়বে জীবন, সুখের সংসার, সবার ভালবাসায়।

আমি নুসরাত বলছি
ধর্ষক নামক অতিকায় কদাকার মানুষগুলো নির্মূল করো।
আমি নুসরাত বলছি
কছিু ধর্ষক নামক পশুর কারণে,
অসহায় সমাজ ব্যবস্থা কঠোর কর।

আমি নুসরাত বলছি
ভেংঙে ফেল মুখোশধারী মানুষ নামক পিশাচগুলোর দম্ভ।
আমি নুসরাত বলছি
কি ভয়ঙ্কর নির্মমতায়, জাতী আজ নিশ্চুপ দগ্ধ।

আমি নুসরাত বলছি
চাই সুন্দর পোষাকে থাকা ও হিংস্র পশুদের ফাসি।
আমি নুসরাত বলছি
বিচার চাই, বিচার চাই, বিচার চাই,
সমগ্র বাংলার প্রতিটা মানুষের কাছে।

আমি নুসরাত বলছি, আমি নুসরাত বলছি আমি,
নুসরাত বলছি,
চাই সুন্দর খোলসে ঢাকা সমস্ত ধর্ষকদের ফাঁসি
আমি নুসরাত বলছি।।