মানুষ অদ্ভুত এক প্রাণ
অদ্ভুত তার জীবন।
কর্মসব আকাংখা বাসনায় অনুপ্রানিত
চরিত্র তার বেদনার দ্রোহে নির্মিত।
চেতনায় অবচেতনায় যুদ্ধ চলে
বেদনা গোপনে, আকাংখা দমনে।
তবুও মুক্তি পায়না সে
আবেগে অনুভুতির অনন্ত দাসত্বে।
নিজের সাথে নিজের মুক্তির যুদ্ধে
শান্তি পায়না জীবনে
শান্তি মেলেনা মরণে।
এভাবেই জীবন চলে
চক্রাকার শৃংখলে
জেগে থাকার প্রতিক্ষনে।
জীবন ঘুরপাক খায় বেদনার তরীতে
দিক খুঁজে ফিরে আকাংখার কম্পাসে।