পথটি আমার দুভাগ হয়ে হারিয়ে গিয়েছিল হলুদ পাতার বনে,
দুঃখিত, পারিনি আমি যেতে দুই পথে।
একলা পথিক আমি, দাঁড়িয়ে থেকেছি দীর্ঘ সময় ধরে;
প্রথমটি যত দূর দেখা যেতে পারে,
বেঁকে হারিয়ে গিয়েছিলো ঝোপ ঝাড়ের মাঝে।
শেষে নিলাম বেছে অন্য পথটি, একইরকম দেখতে।
হয়তো এইপথটাই ছিলো বেশি ভালো;
ঘাসে ঢাকা তাই
পথিকের পদচারণা চাইছিলো।
যদিওবা দেখেছি পরে,
পথিকের পড়েছে পা দুই পথেই সমানে।
সেই সকালে দুই পথই কিছু ভিন্ন ছিলোনা,
ছিলোনা কোনো পথিকের পদচারণা।
প্রথম পথটা রেখেছিলাম, যাবো অন্য কোনো দিনে।
যদিও জানি এক পথ নিয়ে যায় আরেক পথে;
সন্দেহ তাই, পারবো কি ফিরে যেতে
কখনো সেই পথে সেই বনে।
দীর্ঘশ্বাস ফেলে হয়তো বলবো
কোনোদিন কত যুগ পরে,
পথটি আমার দুভাগ হয়ে হারিয়ে গিয়েছিল বনে।
আমি ধরেছিলাম যে পথটিতে গিয়েছিলো কম জনে
তাতেই যত হলো ভিন্ন কিছু জীবনে।
শাম্মি রাজিউল্লাহ
০৪/০৯/২০১৭
মূল কবিতা: "দা রোড নট টেকেন", রবার্ট ফ্রস্ট (১৯১৬)