ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে
বাবার পথের পথিক, পথই পদ্য ছেলের বিকাশে।
আজ আমি বাবা, সদাই দেখছি বাড়তে নিজের ছেলেকে
ভাবছি আমাদের কালে আমরা দেখেছি কিভাবে বাবাকে।
বাবারা যখন ফেনা তুলে করছে শেভ সেই কালে
লুকিয়ে কোথাও মনোযোগ দিয়ে দেখছে তার ছেলে,
পরে যখন না থাকতো কেউ চারিপাশে
লুকিয়ে সে করতো শেভ বাবা বেশে।
বাবার মতন পরবে লুঙ্গি দিয়ে এক প্যাচ কষে
এতই সহজ লুঙ্গি পরা বাঁচাতো হাফপান্ট শেষে।
বাবার মতন পরবে ঘড়ি, শার্টের হাত গুটায়ে
সবাই বলে আগে বড় হ, পাবে সব ঠিক সময়ে।
সবচাইতে অজানা ছিল ওয়ারড্রোবটার উপরে
কি সব বাবা রাখেন সেখানে বাহির থেকে এসে।
বাবার সাথে বাজারে গিয়ে লাগতো কিন্তু বেশ
ছেলেও যে কবে করবে দামাদামি উঁচিয়ে গলার রেশ।
ছুটির দিনে পড়তো বাবা কাগজ কখনো বই
ছেলেও ভাবে পড়বে এমন যখন বড় হই।
পুরানো কথা পুরানোই থাকে আজকের কথা তোল
আজ ছেলেরা বাবাকে দেখে কি ভাবছে বলো?