আমি যেদিন সরকার হব
সেদিন এক বিরাট মাঠের পাশে
পাশাপাশি অবস্থানে বানাব দুটি বিল্ডিং,
একটি লাল, একটি সাদা
মাঠের সামনে থাকবে দর্শক গ্যালারী,
এক বিন্ডিংয়ের নাম হবে হাসপাতাল
অন্যটার নাম কারাগার।
হাসপাতালে চলবে ধর্ষিতার চিকিৎসা
কারাগারে ধর্ষকের উলঙ্গ শরীরের প্রদর্শনী,
দর্শক গ্যালারিতে থাকবে আপামর জনতা,
দর্শকের ভীড়ে থাকবে আরো অনেক মুক্ত ধর্ষক,
দর্শকের ভীড়ে থাকবে প্রশাসন,
দর্শকের ভীড়ে থাকবে জনগণ।
উপভোগ করবে
ধর্ষিতার কষ্ট কিংবা ধর্ষকের নির্লজ্জ শরীর।
সবাই চুপ থাকবে,
তীব্র ঘৃনায় তাকিয়ে থাকবে কারাগারে
তাকিয়ে দেখবে
ঝুলন্ত ধর্ষক প্রভাবশালী, সম্ভ্রান্ত, ক্ষমতাধর কেউ
সবাই চুপসে যাবে,
মুখে লাগবে তালা, বন্ধ হবে হাততালি
শুনবেনা ওপাশটায় ধর্ষিতার আত্মচিৎকার,
মানসিক যন্ত্রণা, ক্ষতবিক্ষত হওয়া দেহ,
চাইবেনা বিচার, জাগবেনা প্রতিবাদ।
আপামর জনতা হয়ে যাবে অন্ধ
পাশেই দর্শক সারীতে দেখবেনা কিছু লিকলিকে লোভাতুর জিহ্বা,
কিছু মানুষরূপী অমানুষ,
দেখবেনা তাদের পাশেই তারা, যারা নারী দেহ পেলেই
প্রস্তুত ঝাপিয়ে পরতে,
কিংবা দর্শক গ্যালারিতে থাকা তারাই খুজবে আশেপাশে,
অন্য কোন লোভাতুর নারী শরীর।
শামিম ইশতিয়াক
ময়মনসিংহ।