তুমি হাত বাড়ালে জাগতিক ব্যাস্ততা ভুলে রঙতুলি নিয়ে মেঘমালার বুকে এঁকে দিব তোমার ছবি,
তুমি চাইলে বিরহ ব্যাথার কবিতা ভুলে লিখবো রোমান্টিক লাইন,
তুমি চাইলে বিনয় ছেড়ে উন্মাদ প্রাণে
ঈশ্বরের থেকে ধার করে আনা একটা রাত,
তোমার নামে লিখে দেব।
তুমি চাইলে নিগূঢ় মমতায় তোমার চুলে বিলি কেটে কেটে নিলাম হয়ে যাবো!
তুমি হাত বাড়ালে শীতের রাতের কুয়াশার চাদরে দুজন লেপ্টে যাব,
তুমি চাইলে সরিষার মাঠের পাশে বসাবো প্রজাপতির হাট,
তুমি চাইলে তোমার ঠোটের স্পর্শে বিসর্জন দিব মাংসাশী পরিচয়, হয়ে উঠবো নিরামিষভোজী,
তুমি চাইলে মাইলখানেক দূর থেকেও তোমার হাসির তেজে বিলীন হয়ে যাব।
শামিম ইশতিয়াক
কলেজ রোড, ময়মনসিংহ।