দিন চারেক থেকে ঘুম নেই চোখে, শরির ভালো নেই যেনো পালিয়ে যাওয়া প্রেমিক যুগলের মত আনচান আনচান করছে শীরা উপশিরাগুলো,
ক্ষণেক্ষণে রক্তপ্রবাহ টের পাই,
টের পাই মাথার ভেতর লোহা ওয়ার্কশপ এর কারিগরের হাতুরি পিটানো, ধপ ধপ ধপ চলছেই চলছে।
আমার ঘুম নেই কেনো?
নিজেকে প্রশ্ন করে উত্তর পেয়েছিলাম, বিচ্ছেদ কিংবা বিরহের,
দূর এগুলো হয় নাকি?
হয়ত হয়, বিচ্ছেদে ঘুম উড়ে যায়, ডানামেলে উড়ে যায়, যেমন প্রবাল বাতাসে সেফটিফিন খুলে যাওয়ায় কোন মেয়ের উড়না উড়ে যায়।
শামিম ইশতিয়াক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।