শেকলে বাধা হাত, মুখে কচ টেপ, চোখে কালো পর্দা, কানে তুলা দেখে তুমি আমাকে  আঘাত করোনা,
আমি নিরীহ, নিরস্ত্র, আপামর জনতা,
তুমি খুজো দেখো যারা কথা বলে, অপব্যাখ্যা, অপমানের স্লোগানে মাতিয়ে রাখে মঞ্চ,
যাদের ব্যাবহার করছে কেউ, কিংবা ব্যাবহার হচ্ছে নিজেরা, কিংবা ন্যায্য দাবি অথবা অধিকারে যারা বুক পেতে রাখে অস্ত্রের মুখে,

ইরানের ছাত্র বিক্ষোভ, বোহেমিয়ান বিদ্রোহ, ইমপেরিয়াল মুভমেন্ট, আনমেন স্কোয়ার আন্দোলন, ভেলভেট বিপ্লব, হোয়াইট রোজ বিপ্লব কিংবা বায়ান্ন, একাত্তর কিংবা গণঅভ্যুত্থানে যারা জেগেছিল উঠিয়ে আনো তাদের লাশ, লাশের উপর চালাও আন্দোলনের অত্যাচার।
তাদের ধরো,
তাদের মুখ থুবড়ে পরে থাকা দেহে চিত্রশিল্পীর মত আঁকিবুঁকি করে দেখে নিও রক্তের দাগ , রক্ত লাল নাকি নীল নাকি সাদা,
তাদের মাংস্পিন্ডের অংশভাগ ফরেনসিকে পাঠিয়ে রিপোর্টে চোখ ভুলিয়ে দেখে নিও তারা প্রতিবাদী নাকি মেরুদণ্ডহীন।

তাদের এক গাদা স্লোগান, মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকিয়ে জাগিয়ে তুলো ঘৃনা,
তাদের মস্তিষ্কের স্নায়ুকোষে দিয়ে দাও আতংক ভীতি ভয়,
তবেই হবে আরেক যুদ্ধ, তবেই হবে একটা রিভল্যুশন।

রিভল্যুশন
শামিম ইশতিয়াক, ময়মনসিংহ।