কিছু ভালোবাসা অদ্ভুত!
যারা ভালোবাসে তারাও অদ্ভুত!
যারা আসলেই ভালোবাসে তারা মুখ ফুটে বলতে চায়না ভালোবাসি,
জানতে দিতে চায়না তোমাকে ছাড়া আমার চলবেই না,
গদগদ ভাবে তার দুর্বলতা ফুটাতে চায়না
তারা ভালোবাসে, কিন্তু ঠিকঠাক প্রকাশ করতে পারেনা।
এরা ভালোবেসে নিজের জন্য যা করেনি তা ভালোবাসার জন্য ঠিকই করে ফেলতে পারে।
যারা ভালোবাসে তারা আপনারা হাত ছাড়তে চাইবেনা একটু দুরত্বের ভয়ে,
আপনার বিপদ বুঝলে তার বুক দরফর করবে, সে নিজের অজান্তেই ডুবে যাবে চিন্তার সাগরে,
এই মানুষটা গুটা পৃথীবির বিপক্ষে গেলেও আপনার হাতটা ধরে থাকবে,
তারা মানুষকে জানান দিতে ফেইসবুকে কাপল ছবি দিবেনা, ডেটিংয়ে দেরি হলে রিরক্ত হবেনা, রাগ করবেনা, তারা বাকি সবার কাছে রাগী, বদমেজাজি, একরোখা,
আপনার কাছে ক্যাবলাকান্ত।
এদের ভালোবাসার লজিক নেই, স্বার্থ নেই,কারন নেই, উদ্দেশ্য নেই,
তবুও আপনার পাশের মানুষটা আপনাকে বলবে সে ত ভালোবাসতে জানেনা,
আসলে সে ভালোবাসি বলতে জানেনা, বুঝাতেও জানেনা,
তারপরেও সে নিজের জন্য যা পারেনি তা করতে পারবে ভালোবাসার জন্য।
শামিম ইশতিয়াক
ময়মনসিংহ।