আমরা যারা রাতে ঘুমাতে পারিনা
তারা রাতের নিরবতার ভাষা জানি,
তাই আমাদের কাছে একাকিত্বের ভাষা
খুব একটা অজানা কিছু না।

আমরা যারা ভালোবাসে আঘাত পেয়েছি
তারা ক্ষত হওয়া মনের গভীরতা জানি,
তাই আমাদের কাছে দু:খের উদযাপন
খুব একটা জমজমাট হয়না।

আমরা যারা মানুষ হারিয়েছি
তারা আস্ত এক স্মৃতিখেকো প্রাণী হয়ে বাচতে জানি
তাই আমাদের মানুষ হারানোর নিখোঁজ বিজ্ঞপ্তি
কখনোই প্রকাশ করা হয়না। ।

আমরা যারা ব্যার্থ হয়েছি
তারা আঘাত দেওয়া মানুষটাকে ক্ষমা করতে জানি,
কিন্তু আমরা স্মৃতিখেকো হয়েও ভুলতে পারিনা,
তাই না পাওয়া সেই মানুষটাকে
কখনোই ভুলা হয়ে উঠেনা।

শামিম ইশতিয়াক
ময়মনসিংহ।