বহুকাল মানুষ দেখিনা, হৃদয়ে তিক্ত হাহাকার,
নিদারুণ এক লোভ জেগেছে মনে
মানুষ দেখার লোভ আমার চোখ উজ্জ্বল করে দেয়
অত:পর চোখে ভাসে মানুষের হিংস্রতম রূপ।

সেই যে কবে সমাজছাড়া হয়েছি আমি
লোকালয়, গৃহ সংসার ছেড়ে
নিজেকে আবিস্কার করি এক জাড়ুল বনে
আশেপাশে ফাকা, শূণ্য চারিপাশ
কেউ নেই, নেহাত কাউকে ডেকে বলবো
বলতে পারো আমি টা কে?

নিজেকে মানুষ দাবি করতেও ভয় লাগে
গগনবিদারী চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করে
আমি আর মানুষ নেই, আমার আশেপাশেও মানুষ নেই
আমরা অমানুষ, অসভ্যতা, হিংস্রতা, অধর্ম নিয়ে আছি
গুলি করে মেরে আনন্দ পাই, পাগল মেরে আনন্দ পাই,
আমি দাত চেপে মুচকি হাসি দিয়ে বলি
বহুকাল মানুষ দেখিনা, আমার মানুষ দেখার বড্ড বেশী লোভ।