"জানান দিতে ইচ্ছে করে"
    ----শামিম ইশতিয়াক
জানান দিতে ইচ্ছে করে,
তুলতুলে দেহের নবজাতকের মত,
হাতের বদ্ধমুষ্টি খুলে ওয়াও ওয়াও চিতকার  দিয়ে  নিস্পাপ এর মতো,
বিধাতা কে জানাতে ইচ্ছে করে,
আমি আছি,
আমরাও আছি,
আমার আর আমাদের অবশিষ্ট এখনো বেচে আছি,
রাস্তার অপারে ক্ষুধিত শিশু,
কাগজ এর খুজে লাজুক টোকাই,
অন্ধ ভিক্ষুকের চিৎকার হাক ডাক, কুরবানীর গোশত ভন্টনের আশায় বেচে থাকা বিধবা মহিলা,
সবাই আছি, নিধারুন কষ্টের নিরব হজমের ক্ষমতা নিয়ে বেচে আছি,
অথচ তোমার লিখন খন্টাবে কোনজন? ক্ষমতা নেই কভু,
তবুও কেন কুরবানি হাটে তুমি মিশে নেই প্রভু?
লাল গরুটা ক্রয় করা হলো ফুলে ফেপে যাবে ফ্রিজ,
বেচে থাকা গরিবের বাচ্চা একেকটা বড্ড চিজ,
এসব দেখে কে?
সময় কোথাই ভিত্তবানের?
মধ্যরাতে নগ্ন দেহে ব্লাউজেঢাকা শরীর দেখে,
মদের গ্লাসে ধোয়া উঠে কালো টাকার মুদ্ধ ঘ্রানের,
আমি আর আমরা বেচে আছি চেয়ে মেগে,
অপাশটাতে তারাই সুখি,  
যারা ভিক্ষা চাওয়ায় যাচ্ছে রেগে,
ঈদের বিকেল  ঘুরে ফিরে এক টুকরো মাংস পেতে,
আমি আমরা লজ্জা ভুলে হাত পাতি অপাশটাতে,  
পেয়ে গেলাম বিনা দোষে,  
দায়িত্বটা কমলো শেষে,
কিন্তু প্রভু জানতে চাই গরিব বলে আমাদের কি সাম্যবাদের অংশ নাই?
তাই জানান দিতে ইচ্ছে করে, বড্ড আমার ইচ্ছে করে.....
------------©®----------


শামিম ইশতিয়াক
ময়মনসিংহ, বাংলাদেশ।