তারা আমাকে ভয় পায়
কারন, আমি রোজ মরতে জানি,
কখনো বিপ্লবী, কখনো কাপুরুষ,
কখনো বুলেটে, কখনো নিজেই,
রেভ্যুলেশন বুক পেতে
বিচারহীনতার লজ্জায়।
আমার মৃত্যুর শিরোনাম দিওনা আত্মহত্যা
সোজাসাপটা বলে দিও দেহদ্রোহী।

শামিম ইশতিয়াক
ময়মনসিংহ।