আমারে ভালোবাসলে তোমার কি এমন ক্ষতি হইতো?
আমার মাংস্পিন্ডের পুড়ে যাওয়া গন্ধ, বুকের ভেতরে থাকা ধুকধুকানির শব্দ এগুলা শুনতে পাইতানা তাইতো?
গেলো কয়েকটা বছর
চাতক পক্ষীর মত চাইয়া রইছি
তোমার মুখ, তোমার চোখ আমার চোক্ষে ঘুরে ফিরে, বাউন্ডুলে যুবকের মত দৌড়াদৌড়ি করে,
তখন আমার সারা দেহ চোখরে টিটকারি মারে
শিষ বাজায়া কয়, বেহায়া এইবার তুই থাম।
আমি কি থামতে পারছি?
তুমি ভালোবাসোনাই, কত অজুহাতে কত উসিলায়
তোমার ভেতরে অন্য কেউ ঘুরে
আমার ভেতরেও তুমি ঘুরো,
আমার ভেতরে তোমার জন্য জমাইয়া রাখা ভালোবাসা ঘুরে
কিন্তু তারপরেও জানতে মন চায়
আমারে ভালোবাসলে তোমার কি এমন ক্ষতি হইত?
শামিম ইশতিয়াক
কলেজ রোড, ময়মনসিংহ।