"চলে যাব"
    ----শামিম ইশতিয়াক
চলে যাব,
একদিন সত্যি চলে যাব,  
তোমার দেহের গন্ধ মাখা এ শহর ছেড়ে অনেক দূরে চলে যাব।
যেখানে থাকবে শুধু আমি আর আমি,
হাকডাক কোলাহল রবেনা সেখানে,
হবেনা কারো সাথে ঝগড়া খুনসুটি আর শাসনের ছড়াছড়ি,  
অজপাড়া গা, ছোট্ট কুড়েঘর আর একাকিত্বের সাথে হবে আমার নিরব সন্ধি।  
কি লাভ সমাজের এই তিক্ততায় থেকে?  
এখানে ভালোবাসাগুলো পরে আছে বেওয়ারিশ হয়ে,
পরিচয় দিতে চায় হয়ত কেউ কিন্তু ব্যাথা এসে বাধা হয়ে দাঁড়ায় দূর হতে।
এখানে ভালবাসাগুলো ফুঁপিয়ে কাদে, যে কান্নার কোন আওয়াজ নেই, যে কান্নার নেই কোন প্রতিধ্বনি, আছে শুধু দুরত্ব আর দূরে চলে যাওয়ার অমোচনীয় দাগ।

এখানে ভালোবাসাগুলো পুড়া গন্ধ ছড়ায় নিয়মিত,
কন্ঠনালী হতে বের হয় তোমার চলে যাওয়ার মিথ্যে অজুহাত৷
একদিন চলে যাবো!
একদিন দেহ লুকিয়ে নিব জমিনে,
মুক্ত হবো কষ্ট হতে, তোমার চলে যাওয়ার ব্যাথা হতে, মুক্ত হবো কলিজায় তোমায় পালন করার দায়বদ্ধতা হতে।

এখানে থেকে কোন প্রাপ্তি নেই, আমার মাঝে তোমায় বাচিয়ে রাখতে পিঠ ঠেকে গেছে দেয়ালে,
নীলকষ্ট  দখল করে নিয়েছে এ দেহ,
জমেছে কত ক্ষোভ আর অভিমান,
বুড়ো হয়ে যাচ্ছে এ মন,
হারিয়ে যাচ্ছে হাসি আর চাঞ্চল্য, জীবন হয়েছে রেললাইনে পরে থাকা পাথরের মত নিরব।

চলে যাবো বুকের ভিতর অসহনীয় ব্যথা নিয়ে
একদিন ঠিক চলে যাবো।

মাঝে মাঝে জানতে ইচ্ছে হয়, তোমার চলে যাওয়ার কি ছিলো কারণ?  
কেন এত ঘৃণা-ক্রোধ সহবাস করে তোমার বুকে?
তুমি কি মাঝ রাতে কান্নায় ভেঙ্গে পরোনা কখনো?
নাকি তোমার ব্যাস্ত সময় কাটে অন্য কারো খুশিতে?
এখন আর ভাবতেও পারিনা, দাবানল জলে বুকে, মন প্রাণ হয় দহনে রোজ ক্ষয়।  
তাইতো চলে যাবো, অনেক দূর চলে যাব, তোমার হাত ধরে বেচে থাকা এই শহর ছেড়ে চলে যাব।
----------©®-------
শামিম ইশতিয়াক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ ।