কী যে হলো ! এখন কেবল ভিরমি খাবার দশা
কী জানি কী দেখে ফেলি
চড় খাব বেশ কষা !
এখন কেবল ভিরমি খাবার দশা ।
আমার নাকি বেশ বড় হা ! গালে বসে মশা
কী জানি কী বলে ফেলি
চড় খাব বেশ কষা !
এখন কেবল ভিরমি খাবার দশা ।
আমার হাতের ত্যাড়া কলম, না যেন দেয় ঘষা
কী জানি কী লিখে ফেলি
চড় খাব বেশ কষা !
এখন কেবল ভিরমি খাবার দশা ।
আমার কাছে ছবির যন্ত্র, পাহারাদার বসা
কী জানি কী ছবি তুলি
চড় খাব বেশ কষা !
আমার এখন ভিরমি খাবার দশা ।
জিডিট কী-তে আঙ্গুল আমার, নেট জগতে দিশা
কী জানি কী হাওয়ায় ভাসে
চড় খাব বেশ কষা !
এখন কেবল ভিরমি খাবার দশা ।
তাইতো এখন
চোখও বন্ধ, মুখও বন্ধ
কালিবিহীন কলম
ছবির যন্ত্র ভেঙ্গে ফেলি
আঙ্গুলে দেই মলম ।
ফিরোজ, মগবাজার, ২১/০২/২০১৯