ভিআইপি কী, নেই-তো জানা
এদেশ যেন
আজব কোনো চিড়িয়াখানা
জনারণ্যে, চলার পথে, রাস্তাঘাটে
নিত্য দিনে
আমজনতার বিড়ম্বনা ।
ভিআইপি কী
সময় জ্ঞানহীন জঙ্গল-রাজা
প্রোটোকলের বহর নিয়ে ছুটতে থাকা
ঘাড় উঁচু উট
বিশেষ ব্যক্তি বিশেষ কিছু
ভোগান্তিতে আমজনতা
পড়ে বাঁধা তোমার পিছু ।
বিশেষ ব্যক্তি
তোমার যদি নেইকো যতি
বাধ সাধো কেন?
আমজনতার চলার গতি ।
হও সাধারণ
রাস্তাঘাটে তবেই নেমো
মান বাড়াবে, এ-কথাতে
এবার থামো ।
না হয় তুমি
আকাশ পথে চালাও গতি
না হয় ধরো অন্য কোন বিশেষ কিছু
হোক সুমতি ।
ফিরোজ, দৈনিক বাংলার মোড়, ২৬/১১/২০১৯