বড়ই তৃষিত, বড়ই কাতর
পানি দাও-না এক গ্লাস, পানি!
বুকের ভিতরটা কেবলই মরুভূমি
রুদ্র বালু ঝড়ে ছেয়ে গেছে
তোলপাড় ওলট পালট
বক্ষের অন্দরে রোদে ঝলসানো বালুময় প্রান্তর
পুনঃপুন ছাতি পুড়ে অঙ্গার
কেউ পানি দেবে কি!
আর্দ্রতার হাওয়া কিংবা বৃষ্টির পানি
তৃষিত-শুষ্ক অন্তর ভিজিয়ে দিতো যদি ...!
ফিরোজ, মগবাজার, ১৭/০১/২০২৪