(বব ডিলানের গান ‘Girl From The North Country’-এর ভাবানুবাদ)

আচ্ছা, যদি তুমি বেড়াতে যাও উত্তর দেশের মেলায়
যেথায় সীমান্তে ভারী আঘাত হানে হাওয়ায়
সেথায় থাকছো কেউ, মনে রেখো আমায়
একদা সে পড়েছিল আমার সত্যি ভালোবাসায়

আচ্ছা, যদি তুমি যাও, তখন তীব্র ঝড়ে তুষার আনাগোনা
তখন হিমায়িত নদী এবং গ্রীষ্ম হয়েছে শেষ
দয়া করে দেখে নিও, তার পরনে আছে উষ্ণ কোট কিনা
আর্তনাদের বাতাস হতে রেখো তাকে বেশ

দয়া করে আমার হয়ে দেখে নিও, চুলগুলো তার দীর্ঘ ঝুলছে কিনা
যদি সেই চুল তার স্তনতলে গড়িয়ে নেমে পড়ে
দয়া করে আমার হয়ে দেখে নিও, চুলগুলো তার দীর্ঘ ঝুলছে কিনা
আমার কাছে শ্রেষ্ঠ যেন সে মনের কপাট নেড়ে

আমি বিস্মিত হবো যদি সে আমায় মনে রাখে
অনেক আশা খেলা করে আমার মনের বাঁকে
আমার অন্ধকারের রাতে
আমার দিন আলোকের প্রাতে

তাই, যদি তুমি বেড়াতে যাও উত্তর দেশের মেলায়
যেথায় সীমান্তে ভারী আঘাত হানে হাওয়ায়
সেথায় থাকছো কেউ, মনে রেখো আমায়
একদা সে পড়েছিল আমার সত্যি ভালোবাসায়

ফিরোজ, মগবাজার, ২৫/১০/২০১৮


Girl From The North Country
WRITTEN BY: BOB DYLAN

Well, if you’re travelin’ in the north country fair
Where the winds hit heavy on the borderline
Remember me to one who lives there
She once was a true love of mine

Well, if you go when the snowflakes storm
When the rivers freeze and summer ends
Please see if she’s wearing a coat so warm
To keep her from the howlin’ winds

Please see for me if her hair hangs long,
If it rolls and flows all down her breast.
Please see for me if her hair hangs long,
That’s the way I remember her best.

I’m a-wonderin’ if she remembers me at all
Many times I’ve often prayed
In the darkness of my night
In the brightness of my day

So if you’re travelin’ in the north country fair
Where the winds hit heavy on the borderline
Remember me to one who lives there
She once was a true love of mine