উৎসের সন্ধানে প্রপিতামহের খোঁজ
তারপর আরোও পিছনে
কাঁকুইয়ের আংটা হাতে আতিপাতি হাতড়ে মরি
অতীত থেকে প্রাগৈতিহাসিক যুগে
ঘুরেফিরে একই ফলাফল
মানবতার উৎসমূল এক …
শুধুই আমিত্বের সম্প্রসারণে
- আমার থেকে আমাদের
- তোমার থেকে তোমাদের
অতঃপর কালে কালে
গোষ্ঠী, সীমানা, প্রাচীরের উদয়ন
অনিয়ন্ত্রিত স্বার্থের ছায়ায়
শিকড়-সম্বন্ধ বিস্মৃত হয়
মহারণে বিভোর এ পৃথিবী
গোষ্ঠী-গোষ্ঠী, রাষ্ট্রে-রাষ্ট্রে
ধ্বংসের খেলায় কেবলই প্রমত্ত … !!!
ফিরোজ, দিলকুশা, ৩০/০৮/২০১৮