তুমি এক উচ্ছৃঙ্খল মহাসমুদ্রের ঢেউ
সেখানে এক পাল তোলা নাও
উথাল পাথাল, প্রচণ্ড ঝাঁকুনি
বর্বর উন্মাদনায়-
অবিরাম উদ্দাম নৃত্য করে
কোন নিয়ম নেই
বিধি নেই, নেই কোন আইন
আপনার ইচ্ছাতে বল্গাহীন …।

শান্ত জলাশয়ের মিষ্টতা ক্রমান্বয়ে নোনা হয়
প্রশান্তি, শীতলতা, স্থিরতা-
হারিয়ে যায় … …, হারিয়ে যায় … …
তারপর অদৃশ্য-
সুমিষ্ট নতুন পানির ফোয়ারা …!!!

ফিরোজ, মগবাজার, ২১/০৬/২০২৪