মাঘের চামড়া কুঁচকানো শীত
ঠকঠকে কম্পন, উষ্ণতা ছাড়া হাড়কাঁপুনি থামবে না
পতিত নিবাস, নীড় হারা পাখিরা, ভাসমানের ঠিকানাগুলো
ছায়া ও উষ্ণতা খোঁজে
ডাস্টবিনের শুকনো কাগজ জড়ো হয়
জ্বলে ওঠে আগুন …
এখন পৃথিবীতে ঠাণ্ডার প্রকোপ খুব বেশি
হিমাগমের রক্তহিম ঠাণ্ডা
নগর, গ্রাম, ঘাট, মাঠ, প্রান্তর, দেশ হতে দেশে
হিমালয়ের নিশ্চেতন শীতলতা
মানবিক উষ্ণতার অভাবে জেঁকে বসা হিমপাত
আবেগহীন ঠাণ্ডা হাওয়ায় পৃথিবীর চামড়া কুঁচকে গেছে
ভিসুভিয়াসের চোখও শীতল
সুপ্ত হয়ে খাড়া মুখ দাঁড়িয়ে আছে
ভালোবাসার ওমবিহীন ভিসুভিয়াস বেহিসাবী অগ্নির কাছে
কেবলই উষ্ণতা খোঁজে
যদি সে কঠোর উত্তাপে অগ্নিশর্মা হয় !
না জানি কখন উগরে দেয়
পম্পেই নগরীর ইতিহাস … !!!
ফিরোজ, মগবাজার, ২৫/০১/২০২০