তুমি আমাকে কী ঠাওরাও !
দেয়ালে দেয়ালে সাঁটানো কালো কালো পোস্টার
বহুরূপী বিচিত্র অভিনয়ে
অনাহুত সুরত
হিংসিত নরকের অগ্নি জ্বেলে
মোমগলা যন্ত্রণা
জানোতো, কোন কিছুরই বিনাশ নেই
ঊর্ধ্বপাতনের কর্পূর আমি
তাপে তাপে বায়বীয়
অদৃশ্য চেহারায় দেখে নেবো সব ।
ফিরোজ, দিলকুশা, ১৩/০৩/২০১৮