বদলে গিয়ে মেঘ যখন হয় কালো
বৃষ্টিজলে সতেজ মাটি সবুজ
মুখের উপর কালো মেঘের ছায়া
জলের ধারায় চোখ দুটি হয় অবুঝ।
খুব সুমিষ্ট সর্ষে ফুলের মধু
মিষ্ট স্বাদে ভুবনটাকে ভোলায়
তপ্ত দিলে ক্ষতের জ্বালা নিয়ে
গরলবৃক্ষে বিষের জ্বলন বাড়ায়।
পূব আকাশে স্নিগ্ধ আলোয় প্রভাত
আলোয়-আলোয় ছায়ার দেখা মেলে
ছায়া যখন অন্ধকারের স্বরূপ
নগ্ন পদে অজ্ঞতা রয় গলে।
চোখের সামনে আলোক ভরা তারা
শোধন করো তোমার আমার ভুল
পা-গুলোকে স্বচ্ছ জলে ডুবাও
উপড়ে ফেলো বিষবৃক্ষের মূল।
ফিরোজ, দিলকুশা ২২/০৯/২০১৯