হ্যালুসিনেসনে ইন্দ্রিয় বিভ্রান্তি
যাদুকরের কারসাজি কারুকাজে
দর্শকের চোখে ভেল্কি
ফ্লিমের কাল্পনিক ছায়াজীবনে
মাঝে মাঝে স্বাভাবিক ইন্দ্রিয় ব্যর্থ
জ্ঞান ও তথ্যে ঘটে ভ্রান্তি ।
সমুদ্রতট হতে সুদূর বা দিগন্ত
যেন আকাশ ও সাগরের মিলন
চোখে কতইনা বিভ্রম !
দূরের মরুভূমি-মরীচিকা
যেন চিকচিকে জলরাশি
পথ চলতে চলতে সঙ্গী চাঁদ-সূর্য ।
সীমাবদ্ধ ইন্দ্রিয়ের মাঝে মাঝে বিমূঢ়তা
কখনোবা হয়ে পড়ে বিকল
মনন ও বিবেক খোঁজে কতক সত্য
ঐশীজ্ঞানে মেলে অনেক না জানা সত্য ।
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৮/০১/২০১৫