উলঙ্গ করেই ছেড়ে দিলে …
আর কি! কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও
চোখের জ্যোতিকে জিভ বানিয়ে
আমিষের আস্বাদ নাও
ছোবড়া তুলে ফেলা কাঁঠালের কোয়া
লোভাতুর মাছির অবিরত ভনভন
তাড়িয়ে তাড়িয়ে নেয় মহাসমুদ্রের তীরে
সেখানে দাঁড়িয়ে থাকা আত্মাহুতির কলঙ্ক
সাদাচুলো আশি বছরের বৃদ্ধের
কুৎসিত দাঁতের ফাঁকে আস্বাদ্যের লালা
ত্রস্ত কম্পিত খরগোস ছুট দেয়
ঝোপ ঝাড়ের আড়ালে - মাটির গর্তে।

শেওলা পড়া সভ্যতার নুড়িগুলোকে
কবে! কখন! কোন শুভবোধে!
ধুয়ে নেবে ডিটারজেন্টের পানিতে …
নতুবা ভ্রূণ বানিয়ে ঠেলে দাও-
অগণিত অপ্সরীর গর্ভে
কাউন্টলেস জন্ম হোক উলঙ্গ অপ্সরীর
অন্ধকারে ঢেকে যাক দর্পণের চিহ্ন
খুলে যাক সভ্যতার আবরক
নাঙ্গা দুনিয়ায় জানোয়ারের ভিড় …!!

ফিরোজ, মগবাজার, ১৪/১০/২০২৪