যদিও নেই সম্মুখে
          আছো অনুভবে, রোজ দেখি
                      উড়ে যায় পাখি ঐ আকাশে;
স্মৃতির বাগানে ফোটে-
          কতো কলি, ফোটে কতো ফুল
                      সুরভী ছড়ায় দখিনা বাতাসে।

হৃদয়ের নীল খামের-
          ভাঁজে রাখা সাদা পাতায়
                      সযতনে সাজানো লাল অক্ষর;
মনের আকরে, মনের-
          কলমে লিখে দেয়া কথা
                      সেখানেও রেখেছো তুমি স্বাক্ষর।

ঘন তামসী, ঘোর-
          আঁধারে তারা জ্বলে মিটিমিটি
                      পথোহারা পথে পথে বেদিশার দিশা;
মহাসাগরের অথৈ-
          নোনাজল, নিঃসঙ্গ একাকী
                      ভাবোনায় তবু তুমি, তৃষিতের তৃষা।

ফিরোজ, মগবাজার, ০৭/১০/২০২৩