পৃথিবীর দৃষ্টিতে কোনও চক্ষু আটকে গেলে
আখেরাতের স্বাভাবিকতা অদেখা রয়ে যায়,
নয়ন যদি জাহন্নামের ভয়
কিংবা জান্নাতের নাজ-নেয়ামতে ডুবে যায়
তৌহিদের সৌন্দর্য থেকে সে নয়ন বঞ্চিত হবে।
(খাজা শেখ আবদুল্লাহ আনসারীর ফার্সী কবিতার ইংরেজি অনুবাদ “The Beauty of Oneness” অবলম্বনে।)
ফিরোজ, ২১/০৬/২০২১, মগবাজার