জন্ম-দেহাতে মন সুখ স্মৃতিময়
প্রমোদে উন্মেষে রঞ্জিত বরিষণ
শিশুকাল চিত্ততে ভারী প্রীতিময়
যেন সে-বেলা অতি ক্ষীণ ব্যবধান ।
যান্ত্রিক নগরের প্রেম-হারা ঘর
নির্দয় ইটকাঠে উঁচু উঁচু তল
নিসর্গ ছায়াহীনে প্রাণ হয় পর
অন্তরহারা পথে আঁখি ছলছল
স্রোতহারা সায়াহ্নপ্রাতে নদীজল ।
গুঞ্জনে জাগরিত ছিল পাখিদল
পুষ্পিত কাননের ছিল কোলাহল
আজ হেম-শিশিরে করে শুধু ছল
বিরহতপ্ত জলে পোড়ে শতদল ।
ফিরোজ, মগবাজার, ০২/১১/২০১৮
(৯ + ৪)
৪
৫
৪