তোমার আমার একই রেললাইন পথ
একই পথে কেবলই সমান্তরাল বয়ে চলা
একই ফারাক, একই গতি
অদৃশ্য দেয়ালে ঘেরা
কভু নয় আরো একটু কাছাকাছি
না কভু একটুও স্পর্শ ।
তোমার আমার দিন বহে না
নদী আর নাওয়ের মতো
নদীর বুকে বৈঠার নেই ছলাৎ ছলাৎ ঢেউ
একটুও না হলো ভিজিয়ে দেয়া
না হলো একটুও ভিজে যাওয়া ।
তোমার আমার রেললাইন পথ
ক্রমাগত সমান্তরাল বয়ে চলা ।
ফিরোজ, দিলকুশা, ২৯/০১/২০১৮