নিজেকে অনেক বেশি শ্রদ্ধা করি
তোমার প্রতিও ভীষণ শ্রদ্ধা
খুব ভালবাসা নিজের কৃষ্টিতে
তোমার কৃষ্টিতেও যথার্থ সম্মান ৷
তুমি থাক তোমার চৌহদ্দিতে
আমি আমার জায়গাতে
তোমার সম্মানে প্রয়োজনে জীবন দিব
'তোমার বিশেষ' সার্বজনীন করার
তবে কেন এ চাতুর্য-ছল !!
ফিরোজ, দিলকুশা, ২২/০৬/২০১৭