টিয়ে করবে বিয়ে
গায়ে হলুদ দিয়ে
কনের বাড়ি যাবে টিয়ে
একশ সাথী নিয়ে ।
মণ্ডা মিঠাই মিষ্টি
আসলো হঠাৎ বৃষ্টি
জলে কাদায় বেয়ে নেয়ে
ফুটো ছাতায় দৃষ্টি ।
টিয়ের মুখটি গোমরা
ভো ভো করে ভোমরা
ব্যাঙে গায় গ্যা গো গান
সবার মুখে খিলি পান ।
ফিরোজ, মগবাজার, ০৮/১০/২০২০