একটি পাখি ডানায় ডানায়
নীল আকাশে ওড়ে
পালকে তার স্বপ্ন মাখা
নীল দিগন্তে ঘোরে।
রঙিন সুতোয় স্বপ্ন গাঁথে
স্বপ্ন রঙিন আলোক
নীল আগুনে তপ্ত হলো
পড়লো ঝরে পালক।
সেই পাখিটি ব্যর্থ যখন
হতাশ মনের ঘর
হাত মেলে দেয় স্রষ্টা তখন
হয় না কভু পর।
বিশ্বাসে তাঁর আশার আলো
অটুট দিবস রাতে
নিখিল ভুবন গড়েন যিনি
তিনিই সবার সাথে।
ফিরোজ, মগবাজার, ০৩/০৫/২০২৪, রাত ৮.২০