কে দায়ী? কার দায় কে করে শোধ!
কি নেশা? কে নেয় রক্তের প্রতিশোধ!
কে ঋণী? কার ধার কে দেয় শোধ!
অবিরাম শ্রাবণ-বরিষণে আর্দ্রতা যেমন
নির্মমতার ভূগোল হতে ভূমিতলে রক্তের পিচ্ছিলতা
রঙ্গমঞ্চে বারংবার ইঁদুর-বিড়াল জঙ্গনামা
রাতের গল্প লেখা ব্যালটের কালো প্রতীকে
গোগ্রাসে গিলে ফেলে তিল তিল ঘামের অর্জন
পাখায় পাখায় উন্নয়ন, উড়ে যায় বেগমপাড়া
ভিন দেশে ধনকুবের-শীর্ষ তালিকায়
আমার মাকে বিকিয়ে দেয়া গোলামীর চুক্তিপত্র
মায়ের আঁচলের সীমানা হতে দূরে-
প্রতিষ্ঠিত সেকেন্ড হোম, আনন্দ-নিকেতন
ওয়াকম্যান সিনড্রোমে-
শ্রবণেন্দ্রিয়ে কেবল উন্নয়নের জয়গান
কোন্ সে চেতনার হলাহলে
প্রাচীর ভেঙ্গে বেরিয়ে আসে ইয়াজুজ-মাজুজ?
তারা আজ সর্বভুক-
সাধারণের ধন খায়, মান খায়
পৃথিবীর পানির মতো সবকিছু গিলে খায়
বিদ্যুৎ খায়, কেরোসিন খায়, অকটেন খায়, পেট্রোল খায়
ডিজেল খায়, জ্বালানি খায়
রিজার্ভ খায়, বাজেট খায়, কর্পোরেশনের তহবিল খায়
সম্মুখে যা আছে সব কৃষ্ণগহ্বরের পাকস্থলীতে
দেয়ালে সেঁটে রাখা নরকের লিফলেট!
গুপ্ত ঠিকানায় স্তব্ধ হয় কোন উচ্চকিত কণ্ঠ
ক্রসফায়ার, ফিনকি দেয়া রক্তে নিশ্চল নিথর বিক্ষোভের হাত
গারদের অন্ধকার প্রকোষ্ঠ, মুখ থুবড়ে পড়ে প্রতিবাদী কেউ
বিচারিক নাট্যগৃহ, ঝুলে পড়ে কোন দেশপ্রেমিকের গর্দান
তোমরা কারা? যাকে মোক্ষ মানো, কিংবা প্রভু মানো
তার কোন অঙ্গীকার নেই, কেবল প্রভুত্ব আছে …!
জুলুমে-নিপীড়নে যতই নিষ্পেষিত করো
জেগে ওঠে-
ধনহারা, মানহারা, ভুখা, নাঙ্গা, নির্যাতিত
বাসন্তী মায়েরা আজ বিদ্রোহ করে …
ফিরোজ, মগবাজার, ০৭/০৮/২০২২