কেনো বলছো কথা, চিবিয়ে চিবিয়ে এতো ?
হাওয়ায় ভাসে কথা শত শত
কানের মধ্যে বাজে ..., যাও-না আপন কাজে !
বলোতো ভাই -
তেনার আবার কসুর হলো কী !
বাটপাড়ি আর দুর্নীতিতে সেরা
বিষয়টি আর এমন কিছু কী !
এ সময়ে সফল হবার চাবি যখন ওটিই
চোখের জ্যোতি যেদিক পড়ে
যায় যে দেখা সবার হাতে সেটিই ... !
সময় যখন বন্দনা তার গায়
পাখা গজায়, আকাশ পানে ধায়
আঁধার ফুঁড়ে এলো সে সম্মুখে
তাই বুঝি ভাই কসুর কাঁদে দুঃখে ?
অন্ধকারের ছায়ায় লুকায় যারা
এক ঝলকের পড়লে আলো, পড়বে চোখে তারা ...
ভীষণ বড়, নামি-দামি, দর্প ভরা মান
শক্ত বলয় কেউ দেয় না টান !
বলোতো ভাই -
অন্য যারা, অন্য কিছু কী ?
কেবল, কোমর-বেড়ি ঐ বেচারার
তার আর কসুর কী ... !
ফিরোজ, মগবাজার, ০৯/০৭/২০২০