তুই যে আমার হৃদয় মাঝে একটি বিশাল নদী
আকুল আবেগ ভালোবাসা স্রোতে নিরবধি
আশার তরি ভাসান রেখে সেই তরিতে ভাসি
জীবন মৃত্যু আবার জনম আবার ফিরে আসি।
তুই যে আমার জীবন ধারা স্থিরতার পাহাড়
যুগে যুগে যুগান্তরে ফুলের ডালি বাহার
হাজার ব্যথা হাজার শোকে শান্ত থাকা নীহার
ফুল ও পাখি শীতল আঁখি সৌম্যরূপের আকার।
তুই যে হলি জানলা খোলা একটি উদার আকাশ
একটি দ্বীপের সবুজ চাদর এবং কোমল বাতাস
উজাড় করা মায়ার পরশ আরো দীপ্ত বিভাস
আকাশ-বুকে ভেসে ভেসে হোকনা পূর্ণ বিকাশ।
কল্পলোকে অসীম তলে তুই যে আলোক দীপন
প্রশান্তি আর ফুলের সুবাস আমার আপন ভুবন
এই পৃথিবীর এই মায়াজাল তুই যে আমার ছায়া
তোরই মাঝে জুড়ে থাকুক আমার সকল মায়া।
(আমার মামণি নিহা হাসলিনার প্রতি উৎসর্গীকৃত)
ফিরোজ, মগবাজার, ২৭/০৯/২০২১