অযাচিত অভিষেক অস্বচ্ছ ভজন
ক্ষমতার মদমত্তে হয়ে বলবান
মিথ্যা বচনে রতন খোঁজে সারাক্ষণ
মিথ্যাকে সত্যের রূপ অনিকেত মন
পরিপাটি পরিচ্ছদ অপরূপ বেশ
অল্পে কভু তুষ্ট নয় লোভ অনিঃশেষ
হায়া নেই লাজ নেই চোখ অনিমেষ
অর্জিত ঘৃণাতে তার জীবনের শেষ ।
আত্মমগ্নে বিভোরতা কলুষিত চিত্ত
নীতিহীন প্রতি পদে জরা ব্যাধি নিত্য
বাঁকে বাঁকে কাঁটা রেখে পথ না সহজ
গোঁজামিল কথা দিয়ে হয় নাতো বুঝ ।
কিবা হবে হেন কর্মে জীবনের গতি
বিমল সুকর্মে যদি না ফেরে সুমতি ।
ফিরোজ, মগবাজার, ০৪/০৩/২০১৯