চুপিসারে শুনছি
দেখে শুনে গুনছি
তলে তলে-
নানা জালও বুনছি।
জলে তেলে ডলছি
কানে কথা বলছি
বাঁকে গিয়ে-
ফাঁকে মাথা গলছি।
পাতা সাদা করছি
লাভে খাতা ভরছি
কমই বলি-
বেশি তারও ধরছি।
নেশা ঘোরে তক্ত
খিলে আঁটি শক্ত
টাকা কড়ি-
গনিমতে ভক্ত।
জলে নুনে নালিশে
চড়া দামও বালিশে
সিধে সাদা-
ঘষে মেজে সালিশে।
বেশি ধনে বেশি-আশ
জারিজুরি হলো ফাঁস
গায়ে পিঠে-
পড়ে লাঠি ঠুসঠাস।
হাতে পায়ে নড়ছি
ফাঁড়া কেটে সরছি
হাওয়া বুঝে-
দূরে সরে পড়ছি।
ফিরোজ, মগবাজার, ১৩/০৯/২০২৩