স্বাধীনতা কেবল যেন ইতিহাস
কবিতা, অনুষ্ঠান, গান আর রঙ্গমঞ্চে শুধু তার নাম
মুক্তির কোথাও নেই আনাগোনা
বড্ড অপাঙ্‌ক্তেয় মুক্তির কথক
উড়ে গেছে মুক্তি - আকাশে, সমুদ্রে কিংবা অনন্ত পাতালে
অথবা মুক্তি ঘরে ঘরে বন্দি
মুখে নেই, পেটে নেই, হাতে নেই, কাঁধে নেই
পায়ে নেই, পিঠে নেই
প্রতিবাদের স্বাধীনতায় বক্ষে বিঁধে রাইফেলের গুলি
স্বাধীনতার সুবর্ণ বর্ণের রঙ হয় লাল
যার হাতে রক্তে রাঙানোর ইতিকথা
যার নাম ওঠে কসাইয়ের সমগোত্রে
মুক্তির উৎসবে তার পা দুটিও রক্ত মাড়াবে, এমনই কথা
রক্তে ভেজে যুক্তির উক্তি
আর স্বাধীনতার সুবর্ণ - বর্ণের রঙ হয়ে যায় লাল ...!!


The Color of Golden Jubilee Turns To Red

The Independence is just like that the history
Its name is only in the poems, ceremonies, songs and on the stage
Nowhere freedom is found
The narrator of freedom is an outcast
Freedom has flown - in the sky, in the sea or in the eternal abyss
Or the freedom is in the captive house
Not in the face, not in the stomach, not in the hands, not in the shoulders
Not with the legs, not on the back
Rifle’s shots pierce the chest in the freedom of protest
The color, the golden jubilee of freedom becomes red
In whose hands, the past of blood painting
Whose name goes to the group of butchers
At the festival of freedom, both his legs will be covered with blood, that’s it
Quotes of sense are soaked in blood
And the color, the golden jubilee of freedom turns to red ... !!

ফিরোজ, মগবাজার, ২৭/০৩/২০২১